আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পাহাড়াদারের উপর হামলার ঘটনায় মানববন্ধন

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : রণবিদ্যা মৌজাপুকুর বিলের মাছ লুট করার ঘটনায় পাহাড়াদারের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কমসূচী পালিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় এলাকাবাসীর উদ্যোগে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কৌলারপাড় গ্রামের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহত পাহাড়াদার নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় রনবিদ্যা মৌজাপুকুর বিলে একই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুল হামিদ তার ছেলে উজ্জল মিয়া,হাফিজ উদ্দীনের ছেলে শুকুর আলী তার ছেলে কপিল উদ্দিন,মিলিক মিয়া,মইন্ন্যা,আজিম উদ্দিনের ছেলে চাঁন মিয়া,মুসলিম উদ্দিনের ছেলে ওয়াজ্জুল,নবীজুল ও মৃত আব্দুল আলীর ছেলে আবুবক্কর গংরা রাতের আধাঁরে বিলে বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ লুট করার সময় আমি বাঁধা দিলে প্রাননাশক বল্লম দ্বারা আমাকে মারধর করে রক্তাক্ত ও জখম প্রাপ্ত করেছে। আমার চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। আহতরা হলেন, আমার ভাই রফিকুল ইসলাম (৪৫) আসমা বেগম(৩৫) সুজন মিয়া(১৫)। আহতদের বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সকালে চিকিৎসক গুরুত্বর আহত নুরুল ইসলামকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন।

মানববন্ধনে মো সুলেমান মিয়া,হযরত আলী,রফিকুল ইসলাম,সুহেল মিয়া,নুর আলম,মুসলিম উদ্দিন,জাকির মিয়া, ইসমাইল,সিরাজী মিয়া বলেন, রণবিদ্যা মৌজাপুকুর বিল আমরা জেলা পরিষদ থেকে লীজ নেওয়ার পর নুরুল ইসলামকে পাহাড়াদার হিসেবে নিয়েছি। বৃহস্পতিবার রাতে আব্দুল হামিদ গংরা বিলের মাছ লুট করার সময় পাহাড়াদার নুরুল ইসলাম বাধা দিলে তাকে ও তার আত্মীয় স্বজনদের মারধর করেছে। হামলাকারীদের দৃষ্টান্তমৃলক শান্তি ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছি। বর্তমানে হামলাকারীদের ভয়ে আহতরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, রফিক মিয়া, শাহানা আক্তার,জুসনা বেগম,ঝর্ণা বেগম,আসমা বেগম,হালেমা বেগম,মদিনা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ