নিজস্ব প্রতিবেদক : প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ। আর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সাবেক মহাসচিব মুহাম্মদ আবদুল্লাহ (এম আবদুল্লাহ)। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আবদুল্লাহ। তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুযায়ী— মুহাম্মদ আবদুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে। সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ ও এম আব্দুল্লাহকে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও অন্যান্য সাংবাদিকদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সাংবাদিকরা বলেন, আশা করি তাঁরা তাঁদের যোগ্যতা দিয়ে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। এবং আপনাদের দীর্ঘায়ু করেন। দৈনিক ইনসাফ নিউজ এর ও পরিবার পক্ষ থেকেও তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
Leave a Reply