নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলা ৫নং টোনা ইউনিয়নের ৬নং পান্তাডুবি গ্রামের সাবেক বিএনপির সভাপতি আঃ হক দরানী (১১) শুক্রবার রাত ১০ টার সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মরহুমের নামাজের জানাজা আজ শনিবার পান্তাডুবি তালতলা মসজিদের সামনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপি নেতা মোঃ কবির, ৫ নং টোনা (ইউনিয়ান) বিএনপি নেতা মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মান্নান ধরানি,বীর মুক্তিযোদ্ধা জয়নাল দারানী, কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফ খান, চাঁন দরানি,লাভলু গাজী, মোঃ মতলেব, মানিক ধরানি, মোঃ সারোয়ার প্রমুখ। পিরোজপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, হক দরানি একজন বিএনপির দুঃসময়ের কর্মী ছিলেন। তিনি বিএনপির জন্য যে ত্যাগ স্বীকার করেছে তা পিরোজপুর জেলা বিএনপির কখনো ভুলবে না।
তার মত একজন ভালো মানুষ হয় না। তিনি আরো বলেন, এ ধরনের বিএনপি ত্যাগী কর্মীদের বিএনপিতে অনেক দরকার তার মৃত্যুতে পিরোজপুর জেলা বিএনপির শোকাহত। আগামীতে বিএনপির ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে। আঃ হক দরানি একজন ভালো মানুষ ছিল।
Leave a Reply