মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর প্রতিনিধি :
ইউএসএআইডি- এর সবাই মিলে শিখি প্রকল্পের উদ্যোগে রংপুর জেলার পীরগাছা উপজেলায় একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেলার আয়োজন করা হয়। মেলার প্রধান লক্ষ্য ছিল সমাজে প্রতিবন্ধীতা বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে অংশগ্রহণ ও একীভূত শিক্ষা নিশ্চিত করা।
দিনব্যাপী এ মেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা ও সহায়তার সাথে জড়িত সরকারি-বেসরকারি সংস্থা বিভিন্ন স্টলে তাদের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো: আজিজুর রহমান । উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) মো: মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন পীরগাছা উপজেঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএসএআইডি- এর সবাই মিলে শিখি প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি জাকারিয়া রহমান।
উল্লেখ্য, সবাই মিলে শিখি প্রকল্পের মূল লক্ষ্য হল বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিশু, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা জোরদার করা। প্রকল্পটি দেশের ১৬টি উপজেলার ১ হাজার ৫৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ হাজার শিক্ষক ও আড়াই লাখ শিক্ষার্থীর সাথে সরাসরি কাজ করছে।লার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিশ্বেশ্বর চন্দ্র বর্মন, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের সহকারী পরিচালক মো.মুজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো: এনামুল হক এবং পীরগাছা থানার অফিসার ইন-চার্জ মো: নূরে আলম সিদ্দিকী।
Leave a Reply