মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর : রংপুরের পীরগাছায় আপন ১২ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এদিকে বিষয়টি প্রকাশিত হয়ে গেলে ধর্ষক রাজু মিয়াকে এলাকাবাসি আটক করে পীরগাছা থানায় দিয়েছেন।
জানাগেছে, গত ১২/০৯/২৪ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮.৩০ ঘটিকার সময় মোঃ রাজু(৩২) মিয়া তার প্রথম স্ত্রীর কন্যা ভিকটিম (১২) কে তার ইচ্ছার বিরুদ্ধে পীরগাছা থানাধীন পবিত্র ঝাড় (ডাঙার পাড়া) গ্রামস্থ রাজু মিয়ার বসত বাড়ীর পশ্চিম দুয়ারী চৌচালা টিনের ঘরের ভিতরে খাটের উপরে ধর্ষণ করিলে মেয়েটি অসুস্থ হয়ে পরে ভিকটিমের পিতা তাৎক্ষণিক ওষধ আনার জন্য পাশ্ববর্তী বাজারে গেলে ভিকটিম তার জ্যাঠা ও জ্যাঠিকে উক্ত ধর্ষনের কথা বলে দেয়। এই ঘটনার পুর্বে আসামি রাজু মিয়ার ভিকটিম মেয়েকে গত এক বছর পূর্বে লালন পালন করা অবস্থায় তার বসত ঘরেও ধর্ষন করেন । এ ব্যাপারে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার রুজু করা হয়েছে বলে । পীরগাছা থানা সূত্রে জানা যায়, রংপুরের পীরগাছায় বাসিন্দা রাজু মিয়া দীর্ঘ ১ বছর থেকে তার নিজের ১২ বছরের নাবালিকা মেয়েকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল। বিষয়টি জানতে পেরে এলাকাবাসাী তাকে আটক করে পুলিশে দেয়। ভিকটিমের মামা শফিকুল ইসলাম বলেন, দুই বছর আগে রাজুর স্ত্রী মারা যায়। শফিকুল ইসলাম বলেন, তার ভাগ্নিকে দীর্ঘ দিন থেকে বাড়িতে কেউ না থাকলে তাকে ভয়ভীতি দেখিয়ে নির্যাতন ও ধর্ষণ করতো । গত ১২ সেপ্টেম্বর সর্বশেষ ধর্ষণ করলে মেয়েটি তার বাবার বড় ভাইকে ও সৎ মাকে জানায়। এর পরে মেয়েটি লোক মারফত মামা ও খালাকে জানালে তারা গিয়ে মেয়েটিকে উদ্ধার তাদের বাড়িতে নিয়ে যায়। বিষয়টি এলাকাবাসীর মাঝে ছড়িয়ে গেলে ধর্ষক রাজু মিয়াকে আটক করে পুলিশে কাছে তুলে দেন।
এব্যাপারে পীরগাছা থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, এলাকাবাসী ধর্ষক রাজু মিয়েকে আটক করে পীরগাছা থানায় দিয়েছেন। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পীরগাছা থানায় একটি মামলা করা হয়েছে।
Leave a Reply