আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পীরগাছা রেলষ্টেশনের পূর্ব অটো স্টান থেকে প্রতিবছর ৯৬ হাজার টাকার চাঁদাবাজি হয়ে থাকে

রংপুর থেকে মো: মফিদুল ইসলাম সরকার : রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা রেলষ্ট্রেশনের পূর্ব পাশের অটো স্টান থেকে প্রতি বছর ৯৬ হাজার টাকা চাঁদাবাজি হয়ে থাকে।

পীরগাছা রেলষ্ট্রেশন পূর্বপাশের অটোস্টানের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সরদার বলেন, আমরা প্রতিবছর ৯৬ হাজার টাকার মত চাঁদার টাকা উঠিয়ে থাকি। তবে প্রতিবছর ৯৬ হাজার টাকা চাঁদাবাজি হয়ে থাকে ব্যাপারটা কিন্তু তা নয়। তিনি বলেন, কোন কোন বছর চাঁদার টাকা কমবেশি হয়ে থাকে। এই চাঁদার টাকা তিনি কোন কাজে ব্যায় করেন জানতে চাইলে তিনি বলেন, প্রতি বছর আমরা বনভোজনের আয়োজন করি। সেখানে খরচ হয়ে থাকে ৩৫ হাজার টাকা। রেলওয়ে জামে মসজিদে দেই দশ হাজার চারশত টাকা, অটো চালকদের পক্ষ থেকে বিয়ের দাওয়াত দিলে সেখানে দেই তিন হাজার টাকা, আকিকার দাওযাত দিলে সেখানে দেই দুই হাজার টাকা। বাকি টাকা বিভিন্ন সময়ে রংপুর সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় পরলে সেখান থেকে অটোকে নিয়ে আসতে খরচ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ