আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশের যৌথ অভিযানে বালু-পাথর সিন্ডিকেটের ড্রেজার বাবুল গ্রেফতার

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইজারাবিহীন ধোপাজান চলতি নদীর অবৈধ সিন্ডিকেটের ড্রেজার বাবুল গ্রেফতার।

রবিবার সন্ধ্যায় অবৈধ ভাবে ড্রেজার দ্বারা বালু-পাথর উত্তোলন কারী সিন্ডিকেটের অন্যতম হোতা বাবুল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । এর আগে অন্যতম আরেক হোতা নিজাম উদ্দীনকে ও গ্রেফতার করেছে পুলিশ।

দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ধোপাজান চলতি নদীর বালু-পাথর লুটপাঠ করছে একটি শক্তিশালী সিন্ডিকেটের সদস্যগণ ।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান সুনামগঞ্জ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

বাবুলের বিরুদ্ধে আরও তিনটি মামলা চলমান রয়েছে। পুলিশ সুপার আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকারের লোকজন কে অর্থ দিয়ে সাহায্য সহ নানা কর্ম কান্ড করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জাহিদুল ইসলাম খান, সদর থানার ওসি নাজমুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ