আজ ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

পৌর নাগরিক হলেও সুবিধাবঞ্চিত, বাড়ি থেকে বের হতে পারছে না

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিক সুবিধাবঞ্চিত রয়েছে ১৫ বছর ধরে পৌরসভার ২০টি পরিবার। রাস্তা না থাকায় বসতবাড়ি থেকে বের হতে পারছে না ওই পরিবার গুলো।এতে চরম দুর্ভোগে পড়েছে তাঁরা।

মাদারগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের ক্ষুদ্র জোনাইল এলাকার ২০ টি পরিবার তাঁর আগে অন্যের জায়গা দিয়ে চলাচল করলেও ওই জায়গা বন্ধ করে দেওয়ায় গত এক সপ্তাহ চলাচল বন্ধ রয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ২০ টি শ্রমজীবী ও অসহায় পরিবার।

খোঁজখবর নিয়ে জানা গেছে,’পৌরসভার ৮ নং ওয়ার্ড ফায়ার সার্ভিস স্টেশনের পশ্চিম পাশে ২০ টি পরিবারের যাতায়াতের জন্য কোন রাস্তা নেই। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত একজনের জায়গা দিয়ে চলাচল করেছে তাঁরা। সেই ব্যক্তি এখন চলাচলের ওই জায়গা বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন। এতে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হতে পারছে না গাড়িচালক কয়েকটি পরিবার। এছাড়াও পৌরসভার বাসিন্দা হয়েও পৌরসভার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়ে গেছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলেও পানির নেমে যাওয়ার কোন ব্যবস্থা।

ভুক্তভোগী বেলু বেগম,’পৌরসভাকে আমরা ট্যাক্স ও ভ্যাট দিয়ে দিয়ে থাকি, তারপরও আমাদের কোন সুবিধা নাই। আমরা চলাচল করার যে তাঁর জন্য কোন একটা রাস্তাও নাই, মানুষ মরে গেলে তাঁর লাশ যে বাড়ি থেকে বের করবে এই জায়গাটুকু এখন নেই। এত বছর ধরে পৌরসভায় আমরা ট্যাক্স ও ভ্যাট দিচ্ছি তাহলে আমাদের লাভটা কি?

ভ্যানচালক ফজলুল ইসলাম বলেন,’ভ্যানগাড়ি চলিয়ে আমার সংসার চলে,যে জায়গা দিয়ে কোনরকম গাড়ি বের করতাম সেই জায়গা বন্ধ করে দেওয়ায় ভ্যানগাড়ি বাড়ি থেকে বাহির করতে পারতাছি না। এক সপ্তাহ ভ্যান না চালালে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার পথে হয়ে আসে।’

ভুক্তভোগী বজলুর রশিদ বলেন’রাস্তা না থাকায় খুব কষ্টে রয়েছে, পৌরসভা থেকে আমরা কোনদিন কোন একটা সুবিধা পাইনি,সারাজীবন শুধু পৌরসভায় ট্যাক্স দিয়া আইতাছি। নেই রাস্তা,বৃষ্টি হলে পানি জমে থাকলে পানি চলে যাওয়ার নেই কোন ব্যবস্থা।’

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাদির শাহ বলেন,’পৌরসভা রাস্তা করে দিবে কিন্তু রাস্তার জন্য জমি কিনে রাস্তা করে দিতে পারবে না। এইটি খুবই ছোট পৌরসভা সবকিছু সমাধান করা যাচ্ছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ