রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : দিগন্তজুড়া ফসলের মাঠজুড়ে শুধুই হলুদের সমারোহ। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। মাঠজুড়ে যেন হলুদ গালিচা। সরিষা ফুলের হলুদ রঙের বর্ণিল আভায় ছেয়ে গেছে গোটা ফসলের মাঠ। সেই সঙ্গে মৌমাছির গুঞ্জনে মুখরিত পুরো এলাকা। এমন দৃষ্টি জুড়ানো দৃশ্য দেখতে দূর দুরান্ত থেকে আসছেন পর্যটকরা।
জামালপুরের কয়েকটি উপজেলার প্রতিটি মাঠে চোখে ধরা দেয় সরিষা ফুলের এমন দৃশ্য।
সরেজমিন ঘুরে দেখা যায়, চারিদিকে শুধু হলুদ ফুলের সমারোহ। মৌমাছির গুনগুন শব্দে ফুল থেকে মধু সংগ্রহ করছে। মন মাতানো এমন সৌন্দর্য উপভোগ করতে সরিষা ক্ষেতে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা ভ্রমন পিপাসুরা।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জামালপুর জেলায় ৪৬ হাজার ২৭৮ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরিষা চাষ হয়েছে ৪১ হাজার ৫৫০ হেক্টর জমিতে। তবে গতবছরের চেয়ে এবছর সরিষার চাষ বেশি হয়েছে।
সরিষাক্ষেতে রোগবালাই কম হওয়ায় ভালো ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।
মেলান্দহ উপজেলার জটিয়ারপাড়া এলাকার সরিষা চাষি আবু সাইদ বলেন, আগের তুলনায় খরচ বেড়েছে সব কিছুর। তবে সরিষা চাষে খরচ বাড়লেও লাভবান হওয়া সম্ভব।
জেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, গতবছরের থেকে এ বছরে সরিষার চাষ বেশি হয়েছে। আমরা আশা করছি এ বছরে সরিষার ভালো ফলন হবে। আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
Leave a Reply