ফেনী থেকে রোমান আহমেদ : ফেনীর ফুলগাজীতে কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় ও ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে ওয়েস্টার্ন ফ্লাড রেসপন্স ২০২৪ প্রোগ্রাম এর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পল্লী বিদ্যুৎ সংলগ্ন ডিএফইডি অফিসে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রতিনিধি ফেনি থেকে ঘুরে এসে সব তথ্য নিশ্চিত করেছেন
এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ (৬হাজার) ও হাইজিন কিট বিতরণ করা হয়। এ সময় দুইশত বিশ জন পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ফুলগাজী উপজেলায় ফুলগাজী, মুন্সিরহাট ও আমজাদহাট ইউনিয়নের ৬শত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হবে।
এছাড়াও মুন্সিরহাট ইউনিয়নের কামাল্লা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নিরাপদ পানি বিশুদ্ধকরন করে সরবরাহ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রাম দাস, সিনিয়র ডিরেক্টর, ফাইন্যান্স গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস সাজিয়া তারিন, ডেপুটি ডিরেক্টর, হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ক্লাইমেট অ্যাকশান মৃত্যুঞ্জয় দাস, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ক্লাইমেট অ্যাকশান মঈন উদ্দিন আহমেদ, ম্যানেজার-কমিউনিকেশন্স, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স ইউনিট প্রিয়তোষ দাশ, কো-অর্ডিনেশন অ্যান্ড লিয়াজোঁ অফিসার তাহমিনা সুলতানা।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের যুগ্ন পরিচালক মো: জাহাঙ্গীর আলম, ডিএফইডি এর এরিয়া ম্যানেজার মো. রবিউল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার মো. সোহাগ রানা, প্রোগ্রাম ম্যানেজার নাসির উদ্দীন মোহাম্মদ সেলিম, প্রোগ্রাম ম্যানেজার মোঃ মহিরুল ইসলাম তুষার ও এফএফ বৃন্দ।
Leave a Reply