আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরুড়ায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লার বরুড়া উপজেলাধীন ৯নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন বালুয়া গ্রামের মো: দুলাল মিয়ার (৫০) হত্যা চেষ্টার বিচারের দাবি জানিয়েছে তার পরিবার। ১৬ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে আহতের স্ত্রী কুহিনূর আক্তার বরুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় আহতের পরিবার।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দুলাল মিয়ার স্ত্রী কুহিনূর আক্তার বলেন, গত ১০ সেপ্টেম্বর আমার স্বামী বাদ মাগরিব এর সময় ফোন দিয়ে বলল ঘরের চাবী কোথায় রাখছি আমি বাড়ীতে যাচ্ছি এই কথা বলে ফোন কেটে দিছে। কিছুক্ষণ পর বিভিন্ন ফোন থেকে কল আসে আমার স্বামীকে মাদক কারবারিরা শিলমুড়ী দক্ষিণ বাজারে কুপিয়ে এবং চুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। এমন খবর শুনে তাৎক্ষনিক ভাবে আমি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখি তার শরীরে রক্তমাখা জামাকাপড় তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি তারপর আমার যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পাই আমরা একটি এম্বুলেন্সের ভিতরে আছি। তখন আমি গাড়িতে থাকা লোকদের জিজ্ঞাসা করিতেছি যে, আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তখন আমি ভাবছি আমার স্বামী মৃত লাশের মতো পড়ে আছে! তখন কে জানি বলে উঠলো আপনার স্বামী বেঁচে আছে, কুমিল্লা মেডিকেল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে,আমরা ঢাকা মেডিকেল যাচ্ছি। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে রাত আনুমানিক ২টায় ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করানো হয়। জরুরি ভিত্তিতে ওনাকে অপারেশন করাতে হবে। এমতাবস্থায় আমি রোগীকে নিয়ে সকল চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করি। রাত ৩ টায় আমার স্বামীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রায় ৬ঘন্টা যাবৎ ওনার অপারেশন চলতে থাকে।বর্তমানে তিনি অসুস্থ হয়ে হসপিটালে অবস্থান করছেন। এমতাবস্থায় আমার স্বামীকে হত্যা চেষ্টা কারীরা এলাকায় ঘুরাফেরা করছে এবং আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে মামলা তুলে নিতে না হয় আমাদের সবাইকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে।

আমার স্বামীর উপর হামলাকারী ওই এলাকার হাসান,জাকির,রাজা,কবির,আশিক,লতিফ ও জালাল কে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ