শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার দিঘলিয়াই ইউনিয়নের জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও প্রশিক্ষণ দিঘলিয়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেল ৪ টাই দিঘলিয়াই সদর ইউনিয়ন আমীর মোল্লা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মওলানা দেলোয়ার হোসেন আজাদীর পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মী টিএস। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জামাতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সহকারী সেক্রেটারী প্রিস্নিপাল গাওসুল আযম হাদি, সুরা সদশ্য খুলনা জেলা মওলানা শহিদুল্লাহ, দিঘলিয়া উপজেলার জামাতের আমির মাওলানা আবুল হাসান,সেক্রেটারি মওলানা মুশফিকুর রহমান, সহ সেক্রেটারি মো:ইসমাইল হোসেন।
সভাপতি শ্রমিক কল্যান ফেডারেশন দিঘলিয়া উপজেলা, মো:মুজাহিদুল ইসলাম। থানা কর্ম পরিষধের সদশ্য মওলানা আব্দুল রহিম, আমির সেনহাটি ইউনিয়ন মোল্লা শফিকুর রহমান আমির বারাকপুর ইউনিয়ন, সওকত আকবর , আরো উপস্থিত ছিলেন হাফেজ সাইফুল ইসলাম, শেখ আলাউদ্দিন, মহাসিন উদ্দিন, মোল্লা কামরুল ইসলাম, মো:মুরাদুর রহমান,বদিউর জামান আজাদ সহ আরো অনেকে।
Leave a Reply