মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থ বছরে রবি ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৫০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড জাতের বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,সদর উপজেলা নিবাহী অফিসার অতীশ দর্শী চাকমা।
আজ বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা কৃষি অধিদপ্তর মাধ্যমে জানা যায়, সদর উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জন প্রতি ২ কেজি করে বীজ বিতরণ করা হয়েছে।
হাইব্রিড জাতের বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন,সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মানিক মিয়া সহ উপকারভোগী কৃষকবৃন্দ।
Leave a Reply