আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় বিএনপির ব্যাপক সমাগম 

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে অত্যন্ত সজাগ ও সচেতন থেকে তাদের যেকোনো ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে।

আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে র‍্যালি-পূর্ব সমাবেশ তিনি একথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে স্কাইপিতে বক্তব্য রাখেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আমান উল্লাহ আমান,আব্দুস সালাম, শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্ব-স্ব ব্যানারে র‍্যালিতে যোগ দিয়েছেন। পল্টন, মৎস্যভবন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, মালিবাগ, শান্তিনগর পর্যন্ত ছড়িয়ে গেছে নেতাকর্মী। পুরো রাস্তা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রাখছেন, ‘স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, দেশ গড়েছেন শহীদ জিয়া,নেত্রী মোদের খালেদা জিয়া’।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর বিএনপি নেতা নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ,ডেমরা থানা বিএনপি নেতা সেলিম রেজা ও আনিসুজ্জামান জানান, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এ মিছিল। পতিত স্বৈরাচারের দেশে বিদেশে যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি, দেশের স্বার্থ রক্ষাও নিজের অধিকার প্রতিষ্ঠায় আমরা এ মিছিল করছি।

সংগঠন নেতাকর্মীদের উপস্থিত জানাতে বিভিন্ন রংবেরঙের ক্যাপ ও গেঞ্জি পড়ে রয়েছেন নেতাকর্মীরা। তাদের হাতে রয়েছে বিভিন্ন ব্যানার ও প্লাকার্ড। দেশাত্মবোধক গান, বাউল গান, ঢোলের তালে তালে ও মাইকে স্লোগানে স্লোগানে র‍্যালিটি মানিক মিয়া এভিনিউ দিকে যায়।

এর আগে বেলা ১১ টার দিকেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হন। এতে নয়াপল্টন, কাকরাইল ও ফকিরাপুলসহ আশপাশের এলাকার অলিগলি লোকে লোকারণ্য হয়ে ওঠে।

র‍্যালিটি নয়াপল্টনে থেকে শুরু কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ