আজ ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Oplus_0

বৃহত্তরকুমিল্লা সমিতির নির্বাচন ১১জানুয়ারী

ষ্টাফ রিপোর্টার : বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা’র সাধারণ সভা ও নির্বাচন বিষয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ড. এডভোকেট এ কে এম ফারুক। তিনি বলেন, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা গঠনতন্ত্র মোতাবেক কার্যকরী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ১১ জানুয়ারী ২০২৫, সমিতির সাধারণ সভা ও নির্বাচনের তারিখ নির্ধারন করে। এই সামনে রেখেই কার্যকরি কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটি সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। ইতিমধ্যে গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে সংগঠনের নিয়ম বহির্ভুত ভাবে ও গঠনতন্ত্র নুসরণ না করেই বর্তমান কার্যকরি কমিটির সদস্য মাত্র দুই জন নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়। যারা সমিতির আজীবন সদস্য নন।

লিখিত বক্তব্যে আরো বলেন, তারা  বৃহত্তর কুমিল্লা সমিতির নামে একটি কমিটি ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরবর্তীতে পত্র-প্রত্রিকায় প্রকাশ করে। যা সম্পূর্ণ অবৈধভাবে গঠিত তথাকথিত কমিটির সাথে ঐতিহ্য বাহী বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার কোন সম্পর্ক নাই। এই বিষয়ে বৃহত্তর কুমিল্লা বাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেন, বৃহত্তর কুমিল্লা সমিতি নিয়ে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ষড়যন্ত্র থেকে বৃহত্তর কুমিল্লা সমিতিকে রক্ষা করার জন্য কুমিল্লা বাসীকে অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব লায়ন মোস্তফা কামাল, আশরাফ হোসেন বকাউল, এম এ কাদির শিকদার, আবু তাহের, আব্দুস সাত্তার রেজা, মাহবুবুল আলম ইকবাল, সাংবাদিক রোকন, রুহুল আমিন মজুমদারসহ অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ