মোঃআল-আমিন বিশ্বাস, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাসন উপজেলার মেঘনা নদীর তীরে অবস্থিত বেতুয়া নদী বন্দরের বেতুয়া প্রশান্তি পার্কে একটি অজ্ঞাত বালিকার মৃত লাশ ভেসে এসেছে।
মেয়েটির পরনে সেলোয়ার কামিজ। গায়ের রং ফর্সা।মেয়েটির বয়স আনুমানিক ১২-১৫ বছর।
মৃত লাশটি প্রশান্তি পার্কের জিও ব্যাগের উপর পরে আছে। জোয়ারের পানিতে ভেসে একবার উপরের দিকে উঠার কারনত জিও ব্যাগের সাথে উপরে আটকে আছে।
মঙ্গলবার সকালে মেয়েটির লাশ ভেসে আসলেও এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি। কোথাও কোন লঞ্চ বা নৌযান দূর্ঘটনার খবর ও পাওয়া যায়নি।
Leave a Reply