আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৈষম্যমুক্ত কর্মক্ষেত্রের জন্য মানবসম্পদ উন্নয়ন অপরিহার্য

মোঃ কামাল হোসেন : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বৈষম্যমুক্ত কর্মক্ষেত্রের জন্য কারিগরি শিক্ষায় দক্ষ ও প্রশিক্ষিত মানসম্পদ উন্নয়ন অপরিহার্য। তিনি বলেন, দেশের বাইরে বৈশ্বিক কর্মবাজারে আমাদের যারা যাচ্ছেন তাদের বেশিরভাগ হচ্ছে অদক্ষ। তবে, যারা কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণে দক্ষ হয়ে সম্পৃক্ত রয়েছেন তাদের জন্য সুযোগ থাকে। এটি শুধু একজনের ব্যক্তিগত লাভ লোকসানের ব্যাপার নয়, এটি জাতীয় পর্যায়ে বাংলাদেশের জন্য একটি উন্নয়নের বিষয়। যে মন্ত্রণালয়গুলো বিদেশে মানবসম্পদের ব্যাপারে দেখাশোনা করেন তারাও এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

আজ (১০ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)‘র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর নয়টি পরিবারকে মাননীয় উপদেষ্টার মাধ্যমে নগদ এক লাখ টাকার চেক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া, আন্দোলনে গুরুতর আহতদেরকে সম্মাননা স্মারক ও আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা করাহয়েছে।

অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ আইডিইবি ভবন প্রাঙ্গনে কবুতর ও বেলুন অবমুক্তকরণের মাধ্যমে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। পরে আইডিইবি ভবন থেকে আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন ও সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং র‌্যালিটি প্রধান বিচারপতি বাস ভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়-নাইটঙ্গেল মোড়-ফকিরাপুল মোড় হয়ে আবারও আইডিইবি ভবনের সামনে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ