আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অভিযানে মনোহরপুর সীমান্ত হতে ভারতীয় গাঁজাসহ একজন আটক

ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অভিযানে মনোহরপুর সীমান্ত হতে ভারতীয় গাঁজাসহ একজন আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুর ০২টা ৩০ মিনিটে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ী ঘাটের পশ্চিম পার্শ্বে কলা বাগানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ রুবেল (৩২), পিতা-মোঃ মন্টু, গ্রাম-কদমতলা, পোষ্ট-বাবুপুর, থানা- শিবগঞ্জ ও জেলা- চাঁপাইনবাবগঞ্জকে ০১ কেজি ৮০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ০১টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গাঁজা ও মোবাইল ফোনসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ