আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মোরসালিন আহমেদ চৌধুরী নিহাদ (২৮) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

আজ শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শিমরাইলকান্দি গ্রামের সদর-বিজয়নগর সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোরসালিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি পদে রয়েছেন। তিনি জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া অফিসার পরিদর্শক এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোরসালিন আহমেদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণ আইনে মামলা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন গোয়েন্দা শাখার সদস্যরা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ