আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Oplus_131072

মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ৫ ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর মদিনা তুল মনোয়ারা মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ৫ ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ই জানুয়ারী রোজ রবিবার বিকাল তিন ঘঠিকার সময় মাদ্রাসার মাঠে পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন : হাফেজ মাহাবুর রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন : সাবেক চেয়ারম্যান কালীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ।আজাদ ফারুক আহমেদ, ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন : প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ নুর উদ্দিন (বাবুল),মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসা ও এতিমখানা। ওয়াজ মাহফিল পরিচালনা করেন :মাওলানা আবু হানিফ, মুহতামিম অত্র মাদ্রাসা ও ইমাম ও খতিব বালীগাঁও বড়বাড়ি জামে মসজিদ।

ওয়াজ মাহফিলে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া পরিচালনা করেন : আল্লামা মুফতি মাসউদুল করিম দা. বা.

শায়খুল হাদীস ও মুহতামিম,টঙ্গী দারুল উলুম মাদ্রাসা ও পৃষ্ঠপোষক, অত মাদ্রাসা।

ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেছেন : মাওলানা ফেরদৌস আহমেদ সালেহী,ইমাম ও খতিব, মদিনাতুল মুনাওয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ, কালীগঞ্জ বাজার।

মাওলানা মুফতি মাসুম আহমেদ, খতিব,অত্র মাদ্রাসা মসজিদ।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন : মাওলানা আশরাফ আলী হরষপুরী।

মুফাচ্ছিরে কুরআন, বি- বাড়িয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : মুফতি ইজাহারুল ইসলাম, সভাপতি, ইসলামি আন্দোলন, কালীগঞ্জ উপজেলা শাখা।

পাগড়ি প্রাপ্ত হাফেজ ছাত্রদের তালিকা :

১. হাফেজ মো: রাকিবুল হাসান, পিতা: মো: মিলন মিয়া, গফরগাঁও, ময়মনসিংহ।

২. হাফেজ মো : আবু বকর সিদ্দিক, মাছিহাতা, ব্রাহ্মণবাড়িয়া।

৩. হাফেজ মো : তামিম হোসেন, পিতা: মো: শাহজাহান, গ্রাম: ধোবাউড়া,ময়মনসিংহ।

৪.হাফেজ মো: শরিফুল ইসলাম, ধোবাউড়া, ময়মনসিংহ।

৫. হাফেজ মো : শাহিন আলম।

পিতা : মরহুম আব্বাস আলী,বকশিগঞ্জ, জামালপুর।

৬. হাফেজ মো : মাহাবুর রহমান, পিতা : মো: শামসুল রহমান,ধোবাউড়া, ময়মনসিংহ।

৭. হাফেজ মো : আবু হুজাফা,পিতা : মরহুম কাজল মিয়া,রুপগন্জ, নারায়ণগঞ্জ

৮. হাফেজ মো : আব্দুল্লাহ আল মামুন, পিতা : মো: তাঁরা মিয়া,ধোবাউড়া,ময়মনসিংহ।

৯. হাফেজ মো : অলি উল্লাহ,পিতা: মো: আব্দুস সালাম, ধোবাউড়া, ময়মনসিংহ।

১০. হাফেজ মো : তাসনীম খাঁন,পিতা: মো: তৌহিদুল ইসলাম খাঁন, কালীগঞ্জ,গাজীপুর।

১১. হাফেজ মো : মুশফিকুর রহমান, পিতা : মো: একে এম সাইফুল রহমান।

১২. হাফেজ মো : মাহফুজুর রহমান, পিতা : মুন্জুরুল হক,কালীগঞ্জ, গাজীপুর।

১৩. হাফেজ মো : নাছির উদ্দীন, পিতা : মো: আক্কাস আলী, ধোবাউড়া, ময়মনসিংহ।

ওয়াজ ও দোয়ার মাহফিলে সার্বিক তত্বাবধানে ছিলেন : এস, এম, মনির হোসেন, সাধারণ সম্পাদক, মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসা।

অত্র এলাকার জনসাধারণের জন্য বিশেষ দোয়া কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ