খন্দকার আব্দুল মালেক : মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা টাউন হল শহীদ মিনারে কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ সোমবার সকালে ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন মীর্জা সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আঃ জলিল ভূইয়া। প্রতিষ্ঠা সভাপতি মোঃ শাহ আলম শফি, মোতালেব হোসেন সহ অন্যান্য। শ্রদ্ধা নিবেদন কালে শাহীন মীর্জা বলেন, দীর্ঘ ১৬ বছর পর ২০২৪ ছাত্র জনতার বিজয়ে আমরা মুক্ত ভাবে কথা বলার স্বাধীনতা ফিরে পেয়ে খুশী। যাদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় তাদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা ঐক্যবদ্ধ। ভারতীয় আগ্রাসন, হয়রানি আমাদেরকে কোনঠাসা করার দিন শেষ। কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ্ আলম শফি বলেন, আমরা কুমিল্লা জেলার সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলাম সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলার জন্য। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার আমাদের বাকরুদ্ধ করে রেখেছিল অধিকার হরণ করেছে এখন আমরা স্বাধীন। আমরা চাই স্বাধীনভাবে সাংবাদিকতা করতে আমাদের নিজ অধিকার পেতে। এ সময় তিনি বলেন, মাফিয়া ডনের লেস্পেন্সাররা এখনো বিভিন্ন দপ্তরে বসে আছে। তাদের কর্মকাণ্ড নজরে রাখতে হবে। তার বাংলাদেশে বিভেদ তৈরি করতে মরিয়া। কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আঃ জলিল ভূইয়া বলেন, বিগত ১৬ বছর আমরা শৃঙ্খলিত ছিলাম।২৪ এর ২য় স্বাধীনতাবিনষ্ট করার ষড়যন্ত্র রুখতে সকলের সোচ্চার থাকতে হবে।
Leave a Reply