আজ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা উদ্বোধন

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ‍্যের বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ‍্যোগে শহরের সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।

বিজয় মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম‍্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন।

বিজয় মেলার উদ্বোধনী বক্তব‍্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আজ মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের মাধ‍্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি। স্বধীন দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছি। আমরা স্বাধীন পতাকা পেয়েছি। এই দিনের মাধ্যমে আমরা বিশ্বে পরিচিতি পেয়েছি।

তিনি বলেন, বৈষ‍ম‍্যের কারণে এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু দীর্ঘ ৫০ বছরেও বৈষম‍্য দূর হয়নি। সেই বৈষম‍্য থেকে মুক্তির লক্ষ‍্যে আবারও ছাত্র-জনতার বৈষম‍্য বিরোধী আন্দোলন হয়। ওই আন্দোলনের মাধ‍্যমে আমরা নতুনভাবে দেশ গড়ার প্রত‍্যয় নিয়েছি। ছাত্র-জনতা সবাই সমান অংশীদার হিসাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উন্নত ও মর্যাদাশীল দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, এই বিজয় দিবস উপলক্ষ‍্যে জেলা ও উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মূমূর্ষ রোগীদের জরুরি রক্ত পাওয়ার সুবিধার্থে রক্তের গ্রুপ নির্ণয়কারী ব‍্যক্তির মোবাইল নম্বরও সংগ্রহ করা হচ্ছে। যাতে একজন রোগী রক্ত পেতে সহজ হয়।

পরে তিনি বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে বিজয় মেলার উদ্বোধন করেন।

মেলায় ৩০টি স্টল স্থাপন করা হয়। স্টলের মধ‍্যে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম, পুলিশ প্রশাসনের কন্ট্রোল রুম, প্রিয়াঙ্কা কালেকশন, ব্র‍্যাক, মণিপুরী কালেকশন, মহিলা কল‍্যাণ কেন্দ্র, পুনাক, রংধনু, বুটিক হাউস, জাতীয় মহিলা সংস্থা, জেলা মহিলা পরিষদ, পোষাক ও মাটির গয়না, বাঁধন, যুব উন্নয়ন অধিদপ্তর, ভার্ড চক্ষু হাসপাতাল, রূপান্তর, তৃণমূল নারী উদ‍্যোক্তা সোসাইটি (গ্রাসরুস), কেক কুটির, সৃষ্টি লেডিস টেইলার্স, পিঠাপুলি ও আচারের দোকান, তামান্নাস কিচেন, ফুফু ও ভাইজি, ঝালমূখ, কোয়েল ফার্ম, পৌর প্রাথমিক বিদ‍্যালয়, সুনাম বাজার ও বারটান স্টল স্থাপন করা হয়েছে। ওইদিন বিকাল ৪টায় বাউল উৎসব অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ