আজ ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

মাভাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ টি দলের অংশগ্রহণে আগামী ২৩মে (শুক্রবার) ও ২৪ মে (শনিবার), ২০২৫ ইং তারিখে মাভাবিপ্রবিতে “মাভাবিপ্রবি ৪র্থ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিতর্ক উৎসবটি এশিয়ান পার্লামেন্টারি (এপি) ফরম্যাটে অনুষ্ঠিতব্য বিতর্ক প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩২ টি দল অংশগ্রহণ করবে। প্রায় ২৫০ জন বিতার্কিক, বিচারক ও বিশিষ্ট অতিথির সমন্বয়ে এক বুদ্ধি ভিত্তিক ও প্রাণবন্ত বিতর্ক উৎসব এর আবহ তৈরি হতে যাচ্ছে। তীব্র যুক্তি লড়াই, গভীর বিশ্লেষণ ও বাগ্মীতার প্রদর্শন এই আয়োজন কে দেশের বিতর্ক অঙ্গনের এক স্মরণীয় অধ্যায়ে পরিণত করবে বলে আশাবাদী আয়োজকরা।

বিতর্ক উৎসবটির যাবতীয় বিবরণী ও আয়োজন সম্পর্কে ১৯ মে (সোমবার) ২০২৫ইং তারিখে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি একটি সংবাদ সম্মেলন করেন।

বিতর্ক উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। পাশাপাশি দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিশিষ্ট বুদ্ধিজীবী, জাতীয় ব্যক্তিত্ববৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত থেকে এই আয়োজনকে সমৃদ্ধ করবেন এবং এটি একটি উচ্চমানের নেটওয়ার্কিং ও বুদ্ধিবিনিময়ের মঞ্চে পরিণত হবে বলে জানিয়েছে ক্লাবটি।

আগামী ২৩ শে মে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা এবং ২৪ মে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের (৪র্থ, ১০ম,১১তম ও ১২তম) তলায় এটি অনুষ্ঠিত হবে।

এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওয়াটার পার্টনার প্রাণ গ্রুপ, বেভারেজ পার্টনার সজীব গ্রুপ, লজিস্টিক পার্টনার নাসীর গ্রুপ, নব আলো, জব মেডিসিন, ইসলাম কম্পিউটার, সুইটস পার্টনার জয়কালী এবং মিডিয়া পার্টনার হিসাবে চ্যানেল টুয়েন্টিফোর, ডিবিসি নিউজ দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ