৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি| রাত ১০:৩১| বর্ষাকাল|
শিরোনাম:

“”মাহমুদুর রহমান হারালে হারাবে বাংলাদেশ, ভূলুণ্ঠিত হবে স্বাধীনতা” : গাজীপুরে প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, এপ্রিল ২৭, ২০২৫,
  • 55 বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন : “মাহমুদুর রহমান যদি হেরে যান, হারাবে বাংলাদেশ; ভূলুণ্ঠিত হবে আমাদের স্বাধীনতা, মুছে যাবে আমাদের মানচিত্র”—এই মর্মস্পর্শী আহ্বানে গাজীপুরে অনুষ্ঠিত হলো আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

রবিবার ২৭ এপ্রিল গাজীপুর প্রেসক্লাব এর সামনে আমার দেশ পাঠক মেলা গাজীপুর জেলা শাখার আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন পাঠক মেলার গাজীপুর শাখার সভাপতি ডা. আলী আকবর খান পলান।

সমাবেশটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ।

সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুরের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ -সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সহ- সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সম্মিলিত পেশাজীবি পরিষদ গাজীপিরের সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক), আমার দেশ শ্রীপুর প্রতিনিধি নুরুল আজিম বাবুল এবং পূবাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলতাব হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন : কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন দেওয়ান,বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: মুক্তাদির হোসেন, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া আল মামুন, কালীগঞ্জ রিপোর্টর্স ইউনিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ, সদস্য পারভেজ সহ,গাজীপুর জেলার কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “মাহমুদুর রহমান শুধু একটি নাম নয়, তিনি এই দেশের ফ্যাসিবাদবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী, আধিপত্যবিরোধী সংগ্রামের প্রতীক। তিনি আজ একাই একটি প্রতিষ্ঠান।”

তারা দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন, “যে মানুষটি সত্য প্রকাশের অপরাধে জেল খেটেছেন, নিপীড়িত হয়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তিনি আজও ষড়যন্ত্রের নিশানায়।”

সমাবেশে বক্তারা জাতির উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন—

হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের বিরুদ্ধে মামলা হয় না কেন?

বিচার ব্যবস্থাকে যারা নিজেদের ইচ্ছেমতো চালায়, তাদের কোনো জবাবদিহিতা নেই কেন?

সত্য বলার অপরাধে মাহমুদুর রহমান কেন হয়রানির শিকার?

তারা বলেন, “মাহমুদুর রহমান কোনো রাজনৈতিক দলের কর্মী নন; তিনি জনগণের পক্ষের, লুটপাটের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের মুখোশ উন্মোচনকারী এক সাহসী কণ্ঠস্বর। তার বিরুদ্ধে মামলা মানে—সত্য ও স্বাধীনতার বিরুদ্ধে মামলা।”

সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয় :

মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে জাতির সামনে উন্মোচিত করতে হবে।

স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।

বক্তারা ঘোষণা দেন, “আমরা ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবো। কারখানা মালিক কিংবা ক্ষমতাবান লুটেরাদের নয়—এই দেশ সাধারণ মানুষের, মুক্তচিন্তার সাহসী সত্যবক্তাদের।”

সমাবেশ শেষে গর্জে ওঠে স্লোগান—

“ফ্যাসিবাদ নিপাত যাক!”

“আধিপত্যবাদ ধ্বংস হোক!”

“সত্যের জয় হোক!”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ