বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলাধীন সদর উপজেলার ৪ নং কেওরাবুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান লাভু ফরাজি ও একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ ফরাজি ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সানু ফরাজী ও নান্নু ফরাজীর নেতৃত্বে, ৫ আগষ্টের পর থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরওয়ার ননীকে স্কুলে প্রবেশে বাধা প্রধান ও হেনস্তা করেছে। পরে স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি সমাধান করে ধামাচাপা দিয়েছে। তাছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে দন্ধ ও বিভিন্ন সময় হুমকি প্রদান ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখল করে গাছ লাগানো ও ধানের বীজ বপন করা এবং বাচ্চাদের মাঠে খেলতে বাধা প্রদান করা সহ অসংখ্য অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ ফরাজি ও নান্নু ফরাজীর বাবা আনোয়ার হোসেন সানু ফরাজী (মুক্তিযোদ্ধা) এব মাসুদ ফরাজির ছেলে ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মাফহফুজুর রহমান লাভু ফরাজি। মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সানু ফরাজী নিজেই এগুলোর নেতৃত্ব দেন, এবং নাতী ও ছেলে বিএনপির নেতা বলে প্রভাব খাটান। এবং তার এক ছেলে সেনা সদস্য ও আরেক ছেলে পুলিশ সদস্য এদের আইনের ভয় দেখিয়ে এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সময় দন্ধে জড়ান প্রভাব খাটান। যার কারণে আমার তাদের ভয়তে এলাকায় কেউ মুখ খুলতে চায়না তাদের বিরুদ্ধে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলাকাবাসী অনেকের সাথে কথা বলে জানা যায়, এলাকায় তারা এখন বিএনপির নাম দিয়ে ত্রাস সৃষ্টি করেছে। এবং বিএনপির ত্যাগী কর্মীদের সাথে তারা অসদাচরণ করে যাচ্ছে,এবং সকল কর্মকাণ্ডে তারা প্রভাব বিস্তার করছে।
এমতাবস্থায় এলাকাবাসী তাদের এই ক্ষমতার দাপট থেকে মুক্তি চায়।