মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : বিশ হাজার টাকা মুচলেকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর করেছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। আজ বুধবার বিকেল ৩ টায় জামিন শুনানির পর অসুস্থ্য বিবেচনায় তিনি এই আদেশ দেন। তবে শুনানিতে বিএনপিপন্থি আইনজীবীরা অংশগ্রহণ করেননি। এর আগে সকালে জামিন শুনানির সময় বিএনপিপন্থি আইনজীবীরা শুনানী বর্জন করে চলে যান।
এমএ মান্নানের পক্ষে আইনজীবী অ্যাড. আব্দুল হামিদ বলেন, সুনামগঞ্জে হওয়া একটি মামলায় এমএ মান্নান ২১ দিন ধরে জেল হাজতে রয়েছেন। তিনি বয়োজ্যষ্ঠ অসুস্থ্য মানুষ। চলাফেরাতে করতে অক্ষম। বিভিন্ন রোগে আক্রান্ত। হুইল চেয়ারে চলাফেরা করেন। মানসিকভাবেও বিপর্যস্ত। বয়স ও অসুস্থ্যতা বিবেচনায় মাননীয় আদালত বিশ হাজার টাকার মুচলেকায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আমরা ন্যায় বিচার পেয়েছি।
এমএ মান্নানের জামিন শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের হট্টগোলে এজলাস ছাড়লেন বিচারক এর আগে বেলা ১১ টায় এমএ মান্নানের জামিন শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের হট্টগোলে এজলাস ছাড়েন বিচারক। সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এজলাসে উঠার পরেই দু’পক্ষের হট্টগোল শুরু হয়। এমন ঘটনার পরে এজলাস ছাড়েন তিনি। পরে দুপুর আড়াইটায় শুনানির সময় নির্ধারণ হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাড. শেরেনুর আলী বলেন, বিচারক এজলাসে আসার পরে দু’পক্ষে হট্টগোল হয়েছে। আমরা বলেছি, এই মামলাটা এই আদালতে অস্বাভাবিকভাবে আনা হয়েছে। এই বিষয়ে আমরা বাদীপক্ষ জানি না। এনিয়ে আজকে শুনানি করতে চাই না। অন্যান্য মামলার মতো এই মামলার শুনানির তারিখ পরবর্তীতে দেয়ার জন্য আদালতকে বলেছি আমরা। কিন্তু আদালত আমাদের কথা শুনতে চান নি। আসামীপক্ষ শুনানিতে অংশগ্রহণের জন্য তুরজোর করেছে। এ নিয়ে হট্টগোল হয়েছে। পরে ‘আদালত’ এজলাস থেকে নেমে গেছেন।
বিকেল তিনটায় এমএ মান্নানের জামিন মঞ্জুরের পর অ্যাড. শেরেনুর আলী বলেন, জামিন দেয়া না দেয়া আদালতের এখতিয়ার। যে প্রক্রিয়ায় নিয়মনীতি উপেক্ষা করে জামিনের শুনানীর তারিখ ধার্য্য করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। এর প্রতিবাদ করেছি আমরা।
সাবেক মন্ত্রী এমএ মান্নান অসুস্থ/ ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন শুনানীতে পিপি এপিপিদের ভূমিকা কী ছিলো? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, পিপি এপিপিরা রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকার কথা। তারা আসামী পক্ষে থেকেছেন। নিম্ন আদালতেও এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আজকেও করেছি। এই পরিস্থিতিতে সুনামগঞ্জে বিচার কার্যক্রম আগামীতে আরও ভয়াবহ রূপ ধারণ করবে।
বাদীপক্ষের আরেক আইনজীবী অ্যাড. মল্লিক মইনউদ্দিন সোহেল ও অ্যাড. মাসুক আলম, এ্রর আগে সকালে একই ধরণের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে, বেলা ১১ টায় বিএনপি ও এর অঙ্গ সংগঠন এমএ মান্নানের বিচারের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে।
Leave a Reply