আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরে তিন দিন ব্যাপী তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার পুরস্কার বিতরন অনুষ্ঠান-২০২৪ সম্পন্ন

মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর প্রতিনিধি : তিন দিন ব্যাপী তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রংপুর শাখার  বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তৃতীয় দিন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (২১-সেপ্টেম্বর) তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে টানা তিন দিনের মোট পাঁচটি সেশনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তৃতীয় দিনের প্রথম ও শেষ সেশন সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ বালক, গার্লস ও প্রি-হিফয মাদরাসা, রংপুরের খলীফা পাড়া ও হাজীপাড়া শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার প্রদান, একাডেমিক ফলাফলের পুরষ্কার প্রদান,  কায়েদা ও নাজেরা বিভাগে ছাত্রদের সবক প্রদান করা হয়। পুরো সেশন জুড়ে কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, বাংলা-ইংরেজী-আরবি ভাষায় শীক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের তৃতীয় দিনের প্রথম ও সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুলাটোল কামিল মাদরাসা, রংপুর এর প্রিন্সিপাল মাওলানা আজগর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের প্রিন্সিপাল, ডক্টর জাহাঙ্গীর আলম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা নজরুল ইসলাম সাদী, ডাক্তার মারুফ হোসাইন, ডক্টর ফরহাদ উল ইসলাম, ক্বারী মোঃ শফিউল আজম প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজগর হোসাইন বলেন, বিগত ১৭ বছরের জঞ্জাল কাটিয়ে এখন একটি ইসলামী সমাজ বিনির্মাণের সময় এসেছে, সেই লক্ষ্যে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন ডির অলস ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা থেকে বিশ্বের বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসক ও জগৎ বিখ্যাত আলেম তৈরি হবে এমন প্রত্যাশা করছি তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে।

এছাড়াও তিনি বলেন, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন হিপসের পাশাপাশি আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় বক্তব্য দেয়ার চর্চা, মধুর সুরে কোরআন তেলাওয়াত এবং ইসলামী সংগীত পরিবেশনে আমি মুগ্ধ হয়েছি।

তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থীরা আগামী দিনে ইসলামী ও উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে ব্যাপক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শুক্রবার একই মিলনায়তনে অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়। দ্বিতীয় দিনের প্রথম সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হরকলি বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকী।

তানযীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, নীলফামারী শাখার উপ-পরিচালক মোহাম্মদ মোছাদ্দিকুল আলম সহ আরো অনেকেই।

এছাড়াও বৃহস্পতিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের প্রথম দিনের প্রথম সেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল হেরা ইনস্টিটিউট সভাপতি  মো: আব্দুস সাত্তার শাহ ও দ্বিতীয় সেশনে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেকুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এটিএম আযম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সহিদুল ইসলাম, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন, রংপুর শাখার সভাপতি মাওঃ মোঃ ওমর ফারুখ। কারমাইকেল কলেজের ইসলামীক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জহুরুল ইসলাম। হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ক্বারী গোলাম মোস্তফা , মেকুরা ইসলামিয়া দি-মুখী ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাও: আল-আমিন মেজবা ও তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ আব্দুল আলিম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম।

অনুষ্ঠানের পরিচালক হিসেবে ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জোনের সহকারী কো-অর্ডিনেটর আল আমিন হাসান, রংপুর শাখার কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম,হাজীপাড়া সেকশনের কো-অর্ডিনেটর রিয়াজুল ইসলামসহ দায়িত্বশীল ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের মেহমান বিভাগের দায়িত্বে ছিলেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর আঞ্চলিক কো-অর্ডিনেটর, মো: আল-আমিন হাসান।

অনুষ্ঠানের তৃতীয় দিনের প্রথম ও সমাপনী সেশন রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, তানজিমুল উম্মাহ হিফয মদরাসা, রংপুর শাখা, হাজীপাড়া সেকশন, গার্লস সেকশন ও প্রি-হিফয সেকশনের মোট ১০১৬ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ