আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাধানগর পয়েন্টে গ‍্যাস সিলিন্ডারের দোকানে আগুন ব‍্যাপক ক্ষয়ক্ষতি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্টে গ‍্যাস সিলিন্ডারের দোকানে বিদ‍্যুতের সর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ রবিবার সন্ধ‍্যায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ব‍্যবসায়ীরা জানান, রবিবার বিকেলে অনুমান সাড়ে ৪টার সময় হঠাৎ গ‍্যাস সিলিন্ডারের গোদামে ধোঁয়া উড়তে দেখে তারা দৌঁড়ে আসেন। নিমিষেই আগুন ধরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এলাকা। তাৎক্ষণিক খবর পেয়ে আধ ঘণ্টার মধ‍্যে ধমকল বাহিনী ছুটে আসেন ঘটনাস্থলে। কিন্তু তম্মধ‍্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে আরও ২টি মোদি দোকান, ১টি ফার্মেসীর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনী।

এসময় সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন গ‍্যাস গোদামের মালিক তৈয়বুর রহমান, ফার্মেসীর মালিক জুবায়ের আহমদ আনা, মোদী দোকানের মালিক মো.জাবেদ মিয়া ও তোফায়েল আহমদ।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, আগুনের ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তৈয়বুর রহমান। তার গোদাম ঘরে অন্তত: ৫শ’ গ‍্যাসের লোড সিলিন্ডার ছিল। খালী সিলিন্ডার ছিল অন্তত: ১ হাজার ৫শ’। মোদী মালের দোকানের এবং ফার্মেসীর কিছুই সরাতে পারেননি মালিকেরা। তখন সিলিন্ডার ভাস্টমারার আতংক ছিল সকলের মনে। ভীতসন্ত্রস্ত্র হয়ে পড়েন পয়েন্টের সকল ব‍্যবসায়ীরা।

গ‍্যাস গোদামের ক্ষতিগ্রস্ত তৈয়বুর রহমানের ভাই রুহুল আমিন জানান, যখন গোদামের গ‍্যাস সিলিন্ডারে আগুন লেগে ধোঁয়া উড়তে শুরু হয়। তখন আমার ভাই ক‍্যাশ টাকা দোকানে রেখেই দৌঁড়ে সরে যায়। এখন সে অজ্ঞান অবস্থায় বিছানায় সুয়ে আছে।

অন‍্যান‍্য ক্ষতিগ্রস্তদের স্বজন বা পার্শ্ববর্তী ব‍্যবসায়ীদের সাথে আলাপ করলে তারা জানান, যখন সব পুড়ে ছাই হয়েছে। তখন দোকানের মালিকেরা নি:স্ব হয়ে বাড়ি চলে গেছেন।

প্রত‍্যক্ষদর্শী স্থানীয় সাবেক ইউপি সদস‍্য মহিম উদ্দিন, রাধানগর পয়েন্ট ব‍্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মালিক, ব‍্যবসায়ী আজিজুল হক, শুভ দাস, মোস্তাক আহমদ, ফারুক আহমদ, হাসান মিয়াসহ অনেকে জানান, তাৎক্ষণিক এই আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তরা ব‍্যবসায় মারাত্মক ক্ষতির সম্মুখিন হয়েছেন। এই আগুনের ঘটনায় সব মিলিয়ে অন্তত ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসাইন বলেন, আগুনের ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মানুষকে দূরে সরিয়ে রাখে এবং ধমকল বাহিনীর কাজে শৃংখলা বজায় রেখে সহযোগিতা করে।

তিনি বলেন, এই আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পাওয়া যায়নি। তাৎক্ষণিক এই আগুনের ঘটনা একটি ভয়াবহ এবং মর্মান্তিক ঘটনা বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ