আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রুপালী বাংলাদেশ পত্রিকার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কর্তন  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে উৎসব কমিউনিটি সেন্টার হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রুপালী বাংলাদেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সুদেব অধিকারী। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌর এর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুপালী বাংলাদেশ পত্রিকার আনুষ্ঠানিক যাত্রা শুরুর কেক কাটার মধ্যে দিয়ে উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি অমর কৃষ্ণ দাস তিনি বলেন, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অল্প সময়ে মধ্যে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হবে। পাঠকের তথ্যের ক্ষুধা মেটাতে পত্রিকাটির আগামীতে জনপ্রিয়তা লাভ করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন -সাধারণ সম্পাদক মোঃ  রাশেদুল হাসান রঞ্জন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল এছাড়াও আরো উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মাকসুদা খাতুন, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি সাহিদা খাতুন, দৈনিক আজকের দর্পণ জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক চিত্র জেলা প্রতিনিধি মোঃ হোসেন আলী (ছোট্ট), দৈনিক কলম সৈনিক  রিপোর্টার মোঃ নজরুল ইসলাম,সহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ