বিশেষ প্রতিনিধি, মোহাম্মদ মিলন শেখ :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যাদেরকে রেশন দেয়ার সূচনা লগ্ন থেকেই প্রাধিকার অনুযায়ী নির্ধারিতহারে রেশন হিসেবে গম দেয়া হচ্ছে। বর্তমানে গম স্থানীয় সরকারি খাদ্য গুদামসমুহ হতে সংগ্রহ করত বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় কর্মরত সকল সকল সদস্যাদেরকে তাদের কর্মস্থল পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করা হয়। স্থানীয় সরকারি খাদ্য গুদাম থেকে গম সংগ্রহ এবং আনসার সদস্যদের কাছে পর্যন্ত পৌঁছানোর পরিবহন এবং লোড আনলোডসহ আনুষাঙ্গিক খরচ ব্যয় নির্বাহ করতে হয় যা বিভিন্ন স্তরে সরবরাহ, সংগ্রহ ও বিক্রয়ের ক্ষেত্রে তৃতীয়পক্ষের স্বার্থের কারণে সাধারণ আনসার সদস্যদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং বাহিনীতে অনিয়মের চর্চার সুযোগ সৃষ্টি করে। তাছাড়া আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা, খাদ্য অভ্যাসে পরিবর্তন এবং গম ভাঙ্গানোর জটিলতা নিরসনে অনেক আনসার ও ভিডিপি সদস্য রেশনে গমের পরিবর্তে আটা দেয়ার জন্য সমাবেশে বলেছেন এবং বিভিন্ন ফোরামে দাবি জানিয়েছেন।
তাদের এ দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর উপরোক্ত বিষয় সমুহ অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রাপ্ত গমের পরিবর্তে আটা প্রদানের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান সমূহ এবং উপযুক্ত কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিবর্গের পরামর্শ গ্রহণ করে।
৩। সেই পরিপ্রেক্ষিতে আধুনিক মিলে গম ভাঙ্গানো, উন্নত মানের প্যাকেটজাতকরণ এবং বিতরন ব্যবস্থাসহ আনুষাঙ্গিক ব্যয় সংকুলানের পর গম ভাঙ্গিয়ে নিম্নে বর্ণিত হারে গমের পরিবর্তে আটা প্রদান করা যেতে পারে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত করা হয়নি বলে যানা গেছে।
Leave a Reply