আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শনিবার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন ও আশপাশের এলাকায় আগামীকাল ২ নভেম্বর শনিবার সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ ১ নভেম্বর শুক্রবার ডিএমপি এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ২ নভেম্বর শনিবার পাইওনিয়ার রোড ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধ করা হলো।

উল্লেখ্য, পাইওনিয়ার রোড ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইল ঠিকানাটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। গতকাল এই কার্যালয়ে ভাঙচুর চালানো হয় ও আগুন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ