আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শান্তিগঞ্জ ও দিরাইয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে ও সিটি ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৫ জানুয়ারি) বিকেলে দরগাপাশা ইউনিয়নের হরিনগরস্থ রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের অসহায়,হতদরিদ্র ও শীতার্তদের মাঝে আড়াই শতাদিক কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া,বিশেষ অথিতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল,সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম সাজু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ইউনিট লেভেল অফিসার কণিকা তালুকদার, সিটি ব্যাংকের ভাইচ প্রেসিডেন্ট দেবশীষ শ্যাম, সিটি ব্যাংক কর্মকর্তা অভিজিত পাল,প্রীতম কান্তি দাস,যুব প্রধান সালেহ আহমদ রিয়াদ,আজীবন সদস্য মাছুম আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, উপ যুব প্রধান (১) প্রীয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য তানভীর আহম্মেদ রাসেল, মুন্নী আক্তার, তমাল পাল, অনামিকা দাস প্রমুখ।

এদিকে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম (সাজু) উপস্থিত শীতার্তদের উদ্দ্যেশে বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) একটি মানবিক সংস্থা। ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়ে অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট। আজ আমরা হাওরের একদম প্রত্যন্ত অঞ্চলে এসে শীতার্তদের মাঝে প্রায় আড়াই শতাদিক কম্বল বিতরণ করতে পেরেছি। ভবিষ্যতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শীতার্তদের উদেশ্য বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়ে অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ