আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষক কর্মচারীদের উপর নিপীড়নের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : বিদ‍্যমান পরিস্থিতিতে সারাদেশে স্কুল, কলেজ ও মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের উপর নিপীড়নের বিষয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এই সভার আয়োজন করে সুনামগঞ্জ জেলা শিক্ষা পরিবার।

সভায় সভাপতিত্ব করেন মেরুয়াখলা মাদ্রাসার অধ‍্যক্ষ  মাও. নজরুল ইসলাম। এতে বক্তব‍্য রাখেন  দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার অধ‍্যক্ষ মাও. মোহাম্মদ আলীনুর, জনতা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম, সুরমা উচ্চবিদ‍্যালয় এন্ড কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম, বড়ইউড়ি দারুসসুন্নাত বহুমুখি আলীম মাদ্রাসার অধ‍্যক্ষ এ.এফ.এম সৈয়দ হোসেন কবির।

সভায় স্বাগত বক্তব‍্য রাখেন সদর উপজেলা মাধ‍্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম রাসেল।

সাতগাঁও উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব‍্য রাখেন শিক্ষক নেতা ও বুলচান্দ উচ্চ বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চবিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস শাহিদ, প্রধান শিক্ষক গোলাম হোসেন, প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ।

পরে উদ্ভুদ্ধ পরিস্থিতি উত্তোরণের লক্ষ‍্যে জেলা সমন্বয় পরিষদ নামে একটি কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ