মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছায় পুকুরে থেকে উম্মে হাবিবা (২) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে । সোমবার উপজেলার অনন্তরাম রাজবাড়ী এলাকার একটি পুকুর থেকে উম্মে হাবিবা লাশ উদ্ধার করা হয়েছে। উম্মে হাবিবা ওই এলাকার ভ্যানচালক হাসান আলীর মেয়ে।
পীরগাছা থানা সূত্রে জানাগেছে, সোমবার দুপুর থেকে উম্মে হাবিবাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছিল না।
বিকেল বেলা উম্মে হাবিবার পিতা হাসান আলী বাড়ি পাশ্ববর্তী একটি পুকুরে উপর হয়ে পরে থাকতে দেখেন।
হাসান আলী উম্মে হাবিবাকে পুকুর থেকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হইব।।
Leave a Reply