আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শীতে কাপছে দেশের দক্ষিনাঞ্চল 

মোঃ আল-আমিন বিশ্বাস, চরফ্যাসন, ভোলা প্রতিনিধি : সারাদেশের মত শীতের তীব্রতায় জেঁকে বসেছে ভোলায়।

দেশের দক্ষিনাঞ্চল ভোলা জেলায় ও শীতের তীব্রতা বেড়েছে।

প্রচন্ড শীতে কাপছে ভোলাসদর সহ দক্ষিনাঞ্চলের সকল এলাকা।

ভোলায় প্রচন্ড শীত পরছে, প্রচন্ড শীতে জনজীবন প্রায় স্থবির।গত দুই দিনে দেখা নেই সুর্যের। প্রচন্ড শীতে অসহায় হয়ে পরেছে দরিদ্র ও মাঠে খেটে খাওয়া মানুষ।

আশেপাশের হাট বাজার গুলোতে নেই তেমন বেশি মানুষের আনাগোনা। অধিকাংশ ব্যবসায়ীরা অতি প্রয়োজন ছাড়া দোকানপাট খুলেননি।

দূর পাল্লায় চলাচলকারী কিছু মানুষ ছাড়া স্থানীয় মানুষ বাসার বাহিরে বের হয়নি।

প্রাথমিক ও মাধ্যমিক স্কুল মাদ্রাসাগুলোতে বছরের শুরুতে পড়ার চাপ না থাকায় উপস্থিতিও ছিল খুব কম।আবার কলেজগুলোতে শীতের প্রকোপে ছারছাত্রীর উপস্থিতি কমে গেছে।

তীব্রশীত উপেক্ষা করে জীবন ও জীবিকার প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদের ভিতর সবচেয়ে বেশি কষ্টে আছে শিশু ও অতিবৃদ্ধজনেরা।বিভিন্ন হাসপাতাল ও এলাকার দরিদ্র ও সহায়সম্বলহীন মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল।

যারা মানবিক কারনে গরীব ও অসহায়দের পাশে দাড়াতে চান, তাদের কাছে বিশেষ অনুরোধ শীতার্ত মানুষকে এখনই সহায়তার হাত বাড়িয়ে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ