আজ ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সকল স্থানে ‘ইংরেজি এবং এ্যারাবিক ল্যাঙ্গুগুয়েজ ক্লাব চালু করা দরকার : জালাল উদ্দিন আকবর

মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর প্রতিনিধি : পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কে. এম. জালাল উদ্দিন আকবর বলেছেন, সকল স্থানে ‘ইংরেজি এবং এ্যারাবিক ল্যাঙ্গুগুয়েজ ক্লাব চালু করা দরকার। ’

এ সময় তিনি বলেন, কা-কারিকুলাম এ্যাক্টিভিটির অংশ হিসেবে সকল স্থানে ‘আরবি ও ইংরেজি ভাষা ক্লাব’ চালু করা খুবেই জুরুরী। তিনি নটাবাড়ি শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমির সুধী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এই কথা বলেন।

অনুষ্ঠানে সভাপত্তিত করেন কর্ণেল আ: বাতেন (অব:)। কে. এম. জালাল উদ্দিন আকবর এসময় বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপট এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সামঞ্জস্যতার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এ ধরনের ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু করা দরকার। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ক্লাব চালু হলে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ভাষা চর্চায় দক্ষতা অর্জনে সক্ষম হবে। এর ফলে শিক্ষার্থীদের যোগাযোগ করতে অনেক সহজ হবেই। গোটা দুনিয়াতে ইংরেজির পাশা-পাশি এ্যারাবিক ল্যাঙ্গুয়েজের গুরুত্ব বর্তমানে অনেক বেশি।

এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ‘এ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স’ চালুকরণের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, আরবি ‘পবিত্র কোরআন ও হাদিসের’ ভাষা এবং ইসলামিক শিক্ষার জ্ঞান আহরনের গুরুত্বপূর্ণ সহায়ক হওয়ায় অন্যান্য ভাষার পাশাপাশি আরবি ভাষা জানা ও চর্চা করা একজন শিক্ষার্থীর জন্য আবশ্যক। এছাড়াও পশ্চিমাদেশসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- পরিচালনা করছেন যেখানে ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতা অর্জন করে এ সকল মেধাবী শিক্ষার্থী দেশ ও দেশের বাহিরে দক্ষ জনশক্তি হিসেবে ভূমিকা রাখতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করেছেন। নটাবাড়ি শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমি শিক্ষার মানোন্নয়নে যেভাবে কাজ করছে, তা নিয়ে অতিথিরা তাদের মূল্যবান মতামত প্রদান করেছেন।

নটাবাড়ি শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল আব্দুল বাতেন (অব:) এসময় বলেন,এই আয়োজনের মাধ্যমে শিক্ষার প্রসারে আমাদের প্রচেষ্টা আরও একধাপ এগিয়ে গেল। আশা করি, সকলের সহযোগিতায় আমরা একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হবো। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ