আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর থানা ও ডিবি পুলিশের অভিযানে ৫টি নৌকা ১৪ হাজার ফুট বালুসহ ৪ জন আটক

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার ইজারাবিহীন ধোপাজান চলতি নদীর মূখে নৌ-অভিযান চালিয়েছে মডেল থানা ও ডিবি পুলিশ সদস‍্যরা। আজ বুধবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে ৫টি স্টীলবডি নৌকা ১৪ হাজার ৭শত ঘনফুট বালু জব্ধ সহ ৪ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, সদর মডেল থানার এস আই মো আব্দুস সবুর ও ডিবি পুলিশের এ এস আই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ১৪ হাজার ৭শত ঘনফুট বালু, বালু ভর্তি ৫টি স্টীলবডি নৌকা এবং ৪ জনকে আটক করা হয় এবং মামলায় ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার সুকানীরা নদীতে লাফ দিয়ে পড়ে পালিয়ে যায়। পরে নৌকায় থাকা ৪জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যান। জব্দকৃত বালু ও ৫টি স্টীল বডি নৌকার আনুমানিক মূল‍্য প্রায় ৪৭ লাখ ৩৫ হাজার টাকা।

জব্দকৃত এমবি নাবিলা-নাহিদ নৌকার মালিক জাকির হোসেন,তাকমিনা পরিবহনের মালিক সোহাগ মিয়া, মা বাবার দোয়া এন্টারপ্রাইজের মালিক লায়েছ মিয়া,আলীম উদ্দিন পরিবহনের মালিক আলীম উদ্দিন ও ড্রেজার ব্যবসায়ি হাফিজ উদ্দিন।

এই ঘটনায় পলাতক আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় বালু মহাল ও মাটি ব‍্যবস্থাপনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামীদের গ্রেফতারের নিয়মিত অভিযান অব‍্যাহত আছে।

সুনামগঞ্জের ডিবি ওসি আমিনুল ইসলাম বলেন, ধোপাজান চলতি নদী থেকে বুধবার সকালে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৫টি নৌকাসহ ১৪ হাজার ৭শত ঘন ফুট বালু জব্ধ করা হয়েছে। একই সাথে ৪ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ