ইনসাফ ডেস্ক : আজ শুক্রবার বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশের সকল সনাতনী সংগঠন, মঠ-মন্দির- এর সাধু, শন্তু, মহারাজ, ছাত্র-শিক্ষক, আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিক, হরিজন, ঋষি, রাজবংশীসহ সকল স্তরের প্রতিনিধির উপস্থিতিতে সনাতনী সম্প্রদায়ের ০৮ (আট) দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ব্যানারে বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত গণ-সমাবেশে অধ্যাপক ধীরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নির্মল বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আর্ন্তজাতিক ভাবনামৃত সংঘ, ইস্কন-এর সাধারণ সম্পাদক লীলারাজ ব্রহ্মচারী, চট্টগ্রাম পুন্ড্ররিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্রতিনিধি প্রসেঞ্জিত কুমার হালদার, নির্মল বিশ্বাস, প্রদীপ কান্তি দে, সনাতনী অধিকার আন্দোলনের প্রতিনিধি সাজেন কৃষ্ণ বল, বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক এর এডভোকেট সুশান্ত অধিকারী, বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্র কমিটির সভাপতি দিপঙ্কর সিকদার দীপু, মুখপাত্র সাজন কুমার মিশ্র, বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি আশীষ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, বাংলাদেশ হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত অধিকারী, বিশ্ব হিন্দু ফেডারেশন এর মহাসচিব সাংবাদিক শ্যামল কান্তি নাগ, সারদাঞ্জলী ফোরামের মহানগর সভাপতি রতন চন্দ্র পাল ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন পাল। উক্ত মহাসমাবেশে একাত্মতা প্রকাশ করেন জাগো হিন্দু পরিষদ হরিজন ঐক্য পরিষদ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান পরিষদ, ভক্ত সংঘ সোসাইটি, ভক্ত সংঘ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, সুহৃদ বাংলাদেশ।
বক্তারা ০৮ (আট) দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা পূর্ণব্যক্ত করেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সকল ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের সমান অধিকার দাবি করে ০৮ (আট) দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকাররের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
উক্ত সমাবেশে পূর্বঘোষিত ০৮ (আট) দফা দাবি পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী শ্রবনী সরকার এবং তার যোক্তিকতা তুলে ধরেন।
বাংলাদেশ হিন্দু পরিষদ ও বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় প্রতিটি বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে ২৬ শে অক্টোবর চট্টগ্রাম লাল দিঘি ময়দানে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের ঘোষণা দেন।
উক্ত সমাবেশের সভাপতি ০৮ (আট) দফা দাবিসহ আসন্ন দূর্গা পূজায় নিরাপত্তার বিষয়টি গুরুত্বারোপ করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
Leave a Reply