আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ত্রাস-নৈরাজ্য-চাঁদাবাজ-দখলদারির বিরুদ্ধে ডেমরায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সাজার রায় বাতিল এবং সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজও দখলদারের বিরুদ্ধে ডেমরা থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

আজ শুক্রবার (৪ অক্টোবর) ডেমরা থানার অন্তর্গত ৬৯ নং ওয়ার্ডের লতিফ বাওয়ানী জুট মিলের ৪ নং গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নবী উল্লাহ নবী ভাইয়ের সার্বিক তত্বাবধানে ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামানের নেতৃত্বে লতিফ বাওয়ানী জুট মিলের ৪ নং গেট হতে ডেমরা বাজার হয়ে ডেমরা মালা মার্কেটের সামনে গিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগের উসকানিতে কিছু সুবিধাবাদী দুর্বৃত্তের অপকর্মের কারনে ডেমরার বিভিন্ন স্হানে বিচ্ছিন্ন ভাবে কিছু অপরাধ সংগঠিত হচ্ছে। এসব অপরাধের দ্বায়ভার বিএনপির উপর চাপিয়ে দেওয়ার জন্য আওয়ামীলীগের দুষ্কৃতকারীদের অর্থ যোগান দাতাদের পক্ষ হতে গভীর ষড়যন্ত্র চলছে তা থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরও বলেন, আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। সেখানে হিন্দু সম্প্রদায় যেন স্বাধীনভাবে পুজায় অংশগ্রহন করতে পারে তার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং ঢাকা মহানগর দক্ষিন বিএনপির নির্দেশে ডেমরা থানা বিএনপির পক্ষ হতে ৬৬,৬৭,৬৮,৬৯,৭০ নং ওয়ার্ডের ৯টি স্থানের পূজা মন্ডপে বিএনপি ও অঙ্গসংগঠনের সমন্বয়ে প্রসাশন ও পুজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষনিক পাহারার ব্যাবস্থা করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হাসেম, ডেমরা থানা যুবদলের সাবেক সফল সভাপতি ও ৬৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপির নেতা মনির হোসেন খান, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাই, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সহসভাপতি মোঃ নুরু, সাংগঠনিক সম্পাদক মেঃ কবির হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তাজুল, ইউনিট বিএনপি নেতা মোঃ আওয়াল, মোঃ সাহেদ, মোঃ শাহ আলম,৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গরিবুল্লাহ,সাধারন সম্পাদক আবু নোমান বেপারী, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুইয়া, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি আলমগীর মিয়া, সহসভাপতি নজরুল ইসলাম সকাল, ডেমরা থানার যুবনেতা ডাঃ রফিকুল ইসলাম, মোঃ শাওন, মোঃ প্রকাশ হক, মোঃ তুহিন, ছাত্রনেতা আল আমিন সরকার, মোঃআকাশ, মোঃ তরিকুল ইসলাম স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ তোফাজ্জল হোসেন,ডেমরা থানা শ্রমিক দলের সদস্য সচিব মাজহারুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ