আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর প্রতিনিধি : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে রংপুরে উপজেলা পর্যায়ের বাচাইকৃত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ জেলা সমাজসেবা সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে প্রশিক্ষণ শেষে রংপুরের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো: আজমল হোসেন সকলকে সনদপত্র তুলে দিন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সনদপত্র বিতরণ করার মাধ্যমে প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ সহকারী অধ্যাপক মাহমুদুল হক, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, জিটিভি’র নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

২৮-৩০ সেপ্টেম্বর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) প্রশিক্ষণকালীন সময়ে সমন্বয়ক ছিলেন মো: মফিদুল ইসলাম সরকার ও আরো একজন দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ