আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Oplus_0

সাংবাদিকদেরকে হেনস্তা কারীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই – সমন্বয়কারী মোয়াম্মের আমিন হৃদয়

রংপুর প্রতিনিধি : সাংবাদিকদেরকে হেনস্তা কারীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই এমন মন্তব্য করেছেন সমন্বয়কারী মোয়াম্মের আমিন হৃদয়। সমন্বয়কারী মোয়াম্মের আমিন হৃদয় এ সময় আরোও বলেন, আবু সাঈদ হত্যা কান্ডের পর থেকে স্বৈরাচার বিরুদ্ধেী আন্দোলনে রুপ নেয়। এ সময় সারা বাংলাদেশের জনসাধারণ রাস্তায় নেমে আসে। এ সময় পুলিশি নির্যাতনের কারণে ছাত্ররা কোন ঠাসা হয়ে যায়। আবু সাইদকে যখন হত্যা করা হলো, আমরা তখন আর চুপ করে থাকতে পারি নাই। এ সময় আমরাও সিদ্ধান্ত নিলাম, আমরাও আন্দোলনে যোগদান করবো এবং আমরা পীরগাছায় আন্দোলন করবো। তিনি বৃহস্পতিবার সকালে একান্ত আলাপচারিত সময় এসব কথা বলেন।

সমন্বয়কারী মোয়াম্মের আমিন হৃদয় বলেন, যে হেতু আমার ঢাকা যাওয়া সম্ভব হবে না। এর পরে আমি সবার সাথে কথা বার্তা বলে আন্দোলন জোরদার করেছি পীরগাছায়। তিনি বলেন, পীরগাছায় পারিবারিকতান্ত্রিক যে রাজনীতি চলছে, এ পরিবারিকতান্ত্রিক রাজনীতির কারণে পীরগাছায় এখন পর্যন্ত নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। ফ্যাসিবাদি শক্তির দালালেরা ভরকরে আছে। পীরগাছায় পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ করতে হবে। কারণ হিসেবে সমন্বয়ক বলেন, পীরগাছার বিভিন্ন স্থানে চাঁদাবাজী, দখলদারি, কিংবা শক্তি প্রয়োগ, ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে মুলত পারিবারিকতান্ত্রিক রাজনীতির কারণে। আমরা চাই এটি বন্ধ হয়ে যাক। পীরগাছায় কোন চাঁদাবাজি থাকবে না। কোন জুলুম থাকবে না। অবিচার থাকবে না। সবাই স্বাধীন থাকবে। এটা মুলত সম্ভব তখনেই হবে যখন পরিবারিকতান্ত্রিক রাজনীতি থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ