আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের প্রতি বৈষম্য চলমান রয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিগত ১৬ বছর স্বৈরাচারী সরকার শোষণকালে দেশের গণমাধ্যমকে কণ্ঠরোধ করার উদ্দেশ্যে সাংবাদিকদের হামলা-মামলা এমনকি হত্যার ঘটনা ঘটিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পরেও সাংবাদিকদের প্রতি বৈষম্য চলমান রয়েছে।

বিগত সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করার কোন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, এছাড়াও সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে সদস্য পদ দেয়ার ক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। কিছু সাংবাদিক নেতাদের কর্তৃক আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রয়েছে।

পেশাদার সাংবাদিকদের সাথে এমন বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে আগামীকাল ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। বৈষম্য শিকার সাংবাদিকরা বলেন, প্রতিবাদ এখন সময়ের দাবি, আমরা বিগত বছরগুলোতে স্বৈরাচারী সরকার শোষণকালে পড়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি, এখন ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বাধীন হলেও আমরা বৈষম্যের শিকার। তাই উক্ত বৈষম্য বিরোধী প্রতিবাদ সভায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ