মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে ও সিটি ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ভৈষবেড় ও মোহনপুর ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে ৩ শতাদিক কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য জানব নূরুল ইসলাম (সাজু), ইউনিট লেভেল অফিসার জনাব কণিকা তালুকদার, আজীবন সদস্য জানব আবুল মনসুর মোহাম্মদ শওকত , যুব প্রধান সালেহ আহমদ রিয়াদ, উপ যুব প্রধান প্রীয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য ফারজানা আক্তার ঝর্ণা, শাহজাহান আলম সিদ্দিকী, তানভীর আহমদ রাসেল, তমাল পাল প্রমুখ।
Leave a Reply