আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে মোহনা টিভি”র জন্মদিন পালিত

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : গ্রামবাংলার প্রতিচ্ছবি মোহনা টেলিভিশন ১৪ বছর অতিক্রম করে ১৫ বছরে পদাপর্ণ উপলক্ষে সুনামগঞ্জে কেক কাঁটা ও আলোচনা সভা সহ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটির জন্মদিন পালিত হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টায় দর্শক ফোরাম সুনামগঞ্জের আয়োজনে শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়রসহ সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক প্রকাশক বিজন সেন রায়।

এ সময় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রওনক আহমদ বখত, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

নেতারা বলেন, সমুদ্র ও নদীর মিলনধারা(মোহনায়) গ্রামবাংলার প্রতিচ্ছবি এই শ্লোগান নিয়ে ২০১০ সালের আজকের এই দিনে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশনের যাত্রা শুরু হয। হাটি হাটি পা পা করে ১৪ বছর অতিক্রম করে পনের বছরের পা রাখল। মোহনা টেলিভিশন ইতিমধ্যে সুনামগঞ্জ প্রতিনিধির কঠোর পরিশ্রম, দক্ষতা, সততা ও আত্মমনোবল নিয়ে কাজ করে পুরো জেলায় দর্শক প্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। আগামীতে এই মোহনা টেলিভিশন গ্রামগঞ্জের তৃণমূল মানুষের জনপ্রিয় অনুষ্ঠান সভা, সমাবেশ, মিছিল, মিটিং ও মানববন্ধনগুলো পূণরায় চালু করতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। আগামীতে হাওরের মানুষের সংবাদ আরো বেশী বেশী করে দর্শক প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনে প্রচার করবে বলে সাংবাদিক নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ