মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা।
বরিবার সকালে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।
সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগ ও সুনামগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মেলার উদ্বোধনের আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম। সহকারী কমিশনার নাসরিন আক্তারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী শেখ উম্মে মহুয়া।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুনামগঞ্জের রেঞ্জ অফিসার মোহাম্মদ সাদ উদ্দিন আহমদ।
আলোচনা সভা শেষে বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি হিসাবে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এবারের মেলায় জেলার বিভিন্ন স্থানের ৩০টি স্টল অংশ নেয়।
সুনামগঞ্জের রেঞ্জ অফিসার মোহাম্মদ সাদ উদ্দিন আহমদ বলেন, সপ্তাহব্যাপী মেলা আগামী ৩১ আগস্ট শনিবার শেষ হবে। ওইদিন বিকাল ৪টায় মেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নার্সারী মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সপ্তাহব্যাপী মেলার প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃক্ষ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে যেমন খরা, অতিবৃষ্টি ও বন্যা দেখা দেয়। এসব কারণে আমাদের খুবই ক্ষতি হয়। গাছ লাগাতে এবং পরিবেশ বাঁচাতে হবে। ১৯৯৪ সাল থেকে বৃক্ষরোপন অভিযান চালু হয়েছে। বিনামুল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, বনায়নে পিছিয়ে আছে সুনামগঞ্জ। জলজ উদ্ভিদ দিন দিন কমে যাচ্ছে। বৃক্ষ সম্পদ কমে যাওয়ায় বন্যা, খরা, অতিবৃষ্টি দেখা দিচ্ছে। জলজ বৃক্ষ হিজল ও করচসহ অন্যান্য বৃক্ষ চেনার জন্য প্রতিবছর এই মেলার আয়োজন করা হচ্ছে। বৃক্ষ রোপন করে পরিবেশ বাঁচাতে হবে সকলে।
Leave a Reply