আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ‍্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এতে বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম।

সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ জজ কোর্টের জিপি অ‍্যাড. শামসুল হক, এন.এস.আই উপ-পরিচালক আরিফুর রহমান।

জেলা সমবায় কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব‍্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, চন্দ্র মল্লিকা বহুমূখি সমবায় সমিতি লি. সাধারণ সম্পাদক মিজানুল হক সরকার, গ্রীণবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.র সভাপতি আব্দুছ সাত্তার মামুন, সুনামগঞ্জ হকার্স সমবায় সমিতির সভাপতি শাহীন আহমদ খোকন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে এবং বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতি হিসাবে জেলা সমবায় কর্মকর্তা বশির আহমেদকে ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এ ছাড়াও ২০২২-২০২৩ সনে সুনামগঞ্জ জেলায় উপজেলা ভিত্তিক সর্বোচ্চ অডিট ফি এবং সিডিএফ আদায় ও পরিশোধ করায় সদর উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন করকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন অবদানের জন‍্য জেলার ৬টি সমবায়ী সংঠনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান উপস্থাপনা করেন সমবায় পরিদর্শক সুব্রত দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ