সুনামগঞ্জ প্রতিনিধি : শশ্মান কালীপূজা উদযাপন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৪ টায় শশ্মানঘাট প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে
সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শশ্মানঘাট পরিচালনা কমিটি।এতে সভাপতিত্ব করেন বজু বণিক।
চঞ্চল কুমার লৌহের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক অরুন কুমার দেব। এ ছাড়াও বক্তব্য রাখেন কমিটির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর মতিলাল চন্দ, সদস্য সুবিমল চক্রবর্তী চন্দন, সত্যজিত আচার্য, অ্যাড. দীপংকর বনিক, মিন্টু চৌধুরী, বিধান দাস।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শশ্মানঘাট পরিচালনা কমিটির ক্যাশিয়ার সুমন সাহা, নরেন ভট্টাচার্য্য, চন্দন আচার্য ও রিংকু চৌধুরীসহ অন্যান্য সদস্য ও ভক্তরা।
সভায় শশ্মানঘাটের জায়গা বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে আগামী রবিবার জেলা প্রশাসকের সাথে দেখা করে কমিটির বিশিষ্টজনেরা আলোচনা করার সিদ্ধান্ত হয়।