আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনাবাহিনীর বাধাঁর মুখে গায়ে কাপন পড়ে চাকুরীচ্যুতদের শান্তিপূর্ণ আমরণ অনশন 

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সেনাবাহিনীর বাধাঁর মুখে ১দিনের মৌখিক নোটিশে কিভাবে চাকুরী যায় এবং হাসপাতালে বিভিন্ন পদে কর্মরত ৬৪ জন আউট সোসিং কর্মচারীকে চাকরিচ্যূত করায় গায়ে কাপন পড়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাহবুবুর রহমান স্বপন ও আর এমও ডাঃ রফিকুল ইসলামের অপসারণ এবং আউটসোর্সিং কর্মীদের কর্মস্থলে পূর্ণবহালের দাবীতে শান্তিপূর্ণ আমরণ অনশন কর্মসূচী ও মানববন্ধন পালন করেছেন চাকুরীচ্যুত্ব কর্মচারীরা।

আজ বুধবার সকাল ১০টায় আউটসোর্সিংয়ের কর্মচারীরা তাদের ন্যাজ্য দাবী আদায়ে হাসপাতাল প্রাঙ্গনে অনশন ও মানববন্ধন পালন করেছেন ।

জানা যায়, সুনামগঞ্জ শহরে দিনব্যাপী মাইকিং করে শান্তিপূর্ণ আমরণ অনশনের ঘোষণা দিয়ে কর্মসূচী পালনে সেনাবাহিনীর বাঁধার মুখে পড়তে হয়েছে।

পরিবারের সদস্যদের পেটের ক্ষুধা মেটাতে চাকরিচ্যুত কর্মচারীরা আবারও অনশনে নামতে বাধ্য হয়েছেন। আরো জানা গেছে,গত মাস দেড় এক পূর্বেও হাসপাতালের সামনে তাদের ৭দিনব্যাপী আন্দোলন কর্মসূচী চালিয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কেউ তাদের খোজঁখবর নিচ্ছেন না বলে অভিযোগ চাকরিচ্যুতদের।

মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন মিজানুর রহমান, জাহির আলী খান, তাজিদুল ইসলাম, আব্দুস শহীদ,রুজিনা বেগম, সখিনা বেগম, তৌহিদ মিয়া, শাহিনা আক্তার কলি, তামান্না আক্তার, আসমা বেগম, সালমা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের ন্যায় আউট সোর্সিংয়ে ২০১৭ সাল থেকে টেন্ডার প্রতিক্রিয়ার মাধ্যমে হাসপাতালে বিভিন্ন পদে এই ৬৪ জন কর্মচারী চাকুরীতে যোগদান করেছিলেন। চলতি বছরে চাকুরীর মেয়াদ থাকার পরও তিন মাসের বকেয়া বেতন পাওনা থাকার পরও এই দুই কর্মকর্তার অনৈতিক ঘুষ দিতে রাজি না হওয়াতে আমাদেরকে চাকুরীচ্যুত করা হয়েছে বলে তারা জানান। আরো বলেন নতুন করে জনপ্রতি নগদ ১ লক্ষ টাকা দিলে আমাদেরকে চাকরিতে পূর্ণবহাল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ