আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হত্যা মামলায় ১৫ দিনের রিমান্ড মন্জুর

রংপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত স্বর্ণশিল্পী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এমনি তিনদফায় তিনটি হত্যা মামলায় ১৫ দিনের রিমান্ড মন্জুর হলো তার। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় রংপুর মেট্রোপলিটন আদালত-১ এর বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন।

এর আগে কড়া নিরাপত্তায় তদন্ত কর্মকর্তা এস আই রাসেল তাকে আদালতে আনেন এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে এই আদেশ দেন। গত ২৭ আগস্ট রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে তুষার কান্তি মন্ডলসহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন মিলনের স্ত্রীর দিলরুবা বেগম।

বাদির আইনজীবী অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন বকুল জানান, গত ১৯ জুলাই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রামমোহন মার্কেটে এলাকায় নির্বিচার গুলি চালিয়ে বৌরানী জুয়েলার্সের ম্যানেজার মুসলিম উদ্দিন মিলনকে খুন করেছে। এ ঘটনায় রংপুরের সাবেক বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো: শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু আশরাফ সিদ্দিকী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য নাছিমা জামান ববি, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, সাবেক সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান সাফি ও সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। তিনি জানান, ন্যায় বিচারের স্বার্থে আমরা এই মামলা করেছি। আমরা চাই অন্য আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার সম্পন্ন করা হোক।

এর আগে একই ঘটনায় গুলিতে মারা যাওয়া কলা ব্যবসায়ী মিরাজুল ইসলাম হত্যা মামলায় তাকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছিল গত ২৬ সেপ্টেম্বর। এর আগে আন্দোলনের সময় গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় ১৯ সেপ্টেম্বর সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছিল আদালত। রংপুর মেট্রোপলিটন আদালতের সরকারি পুলিশ কমিশনার পৃথিস রায় জানান, গত ১৮ সেপ্টেম্বর সাভার থেকে গ্রেফতার করার পর চারটি হত্যা এবং একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় তুষার কান্তি মন্ডলকে। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন সংক্রান্ত অন্তত ১১টি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ