আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

হোসাইনীয়া কমিটি জেলা শাখার উদ‍্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাজাপুরা দরবার শরীফ এর আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি জেলা শাখার ব্যবস্হাপনায় জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওইদিন সকালে জুলুছটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পেশ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুরা দরবার শরীফ এর পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা:জি:)।

সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা ছায়্যেদুল ইসলাম মোনাজেরী, অ‍্যাড. মো: জিয়াউর রহীম শাহীন, অ‍্যাড. আব্দুর রইছ, হোসাইনীয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা মাও. ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম খায়ের, হোসাইনীয়া যুব কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, সহ-সভাপতি মুফতি সালাহ উদ্দিন আল ক্বাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কে এম নজরুল ইসলাম, মাও. ইমরান হোসাইন আল আযহারি, মাও. মিজানুর রহমান রাজাপুরী, মাও. আশরাফুল ইসলাম রাজাপুরী, হোসাইনীয়া কমিটি নেতা মো. বোরহান আহমদ, মাও. আব্দুর রহিম, মাও. কাজী দেলোয়ার হোসাইন, আব্দুল মবিন মুহুরী, মো: রোকন উদ্দিন মুহুরী, ডা: সাইদুর রহমান সোহেল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ